স্ত্রী অন্তঃসত্ত্বা বলে ফাঁস নেওয়ার চেষ্টা স্বামীর, ‘৯৯৯’-এ ফোনের পর উদ্ধার

গভীর রাতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক নারীর ফোনে তার স্বামীকে আত্মহত্যা থেকে রক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত পৌনে তিনটায় ঢাকার কাফরুল থানার বৌ বাজার, আল আমীন মার্কেটের সামনে থেকে একজন নারী কলার ফোন করে জানান, তিনি সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে তার স্বামীর সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না। এ নিয়ে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার স্বামীর অত্যাচারের ভয়ে তিনি বাসা থেকে পালিয়ে এক পরিচিতের বাসায় উঠেছেন। কিন্তু কিছুক্ষণ ধরে তার স্বামী মোবাইল ফোনে তাকে ক্রমাগত মেসেজ পাঠান, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। ওই নারী জানান, ঢাকায় তার কোনও আত্মীয় নেই। এ পরিস্থিতিতে ‘৯৯৯’-এর কাছে সহায়তা চান তিনি।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে কাফরুল থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে কাফরুল থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। এরপর কাফরুল থানা পুলিশের টহল দলটি কলার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব ইব্রাহীমপুরে তার স্বামীর বাসায় যায়।

পরে কাফরুল থানার এস আই আব্দুর রহিম ৯৯৯-কে ফোনে জানান, কলারের স্বামী গলায় ফাঁস নেওয়ার জন্য দড়ি টানিয়ে রেখেছে। এ অবস্থা থেকে তিনি তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। হবিগঞ্জে বসবাসরত তার বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।