স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্রজোটের

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচারের দাবিতে আগামী ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে প্রগতিশীল ছাত্র জোট।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লেখক মুশতাকের মৃত্যুর বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোট। পরে বেলা সাড়ে ১২টার দিকে ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘোষণা এবং আজ সন্ধ্যা ৬টায় মশাল মিছিল ঘোষণার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বেলা ১১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্বদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ-বারডেম হয়ে আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় সাড়ে ১১টায়। সমাবেশ শেষে মিছিল নিয়ে আবার রাজু ভাস্কর্যে আসেন তারা।

প্রসঙ্গত, লেখক মুশতাক আহমেদকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে  কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গত ৫ মে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন:

লেখক মুশতাকের মৃত্যুর বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু