মশক নিধন অভিযানে ১১ লাখ টাকা জরিমানা

মশার বিরুদ্ধে সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ নিধন অভিযানে ১১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি)।

গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ অভিযান রবিবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।

ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ব্যতীত সাত দিনের বিশেষ এই অভিযানে ৪৪ হাজার ৯৬৮টি সড়ক, স্থাপনা, নর্দমা ও জলাশয় পরিদর্শন করা হয়। এর মধ্যে ২১০টিতে মশার লার্ভা পাওয়া যায়। ৩০ হাজার ১২৯টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়াসহ নানা অপরাধে ৮৯টি মামলায় ১০ লাখ ৮২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।