বাংলাদেশ মেডিক্যাল টিম এখন মালদ্বীপে

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর একটি মেডিক্যাল টিম বুধবার (৩ মার্চ) মালদ্বীপে পৌঁছেছে। এই মেডিক্যাল টিমে একজন অ্যানেসথোলজিস্ট, ১০ জন নার্স ও ৭ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মেডিক্যাল টিমকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসানসহ দূতাবাসের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়,মালদ্বীপ সরকারের অনুরোধে এই মেডিক্যাল টিম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সে দেশের করোনার টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন এই টিমের সদস্যরা। তারা দুই থেকে তিন মাস মালদ্বীপে অবস্থান করবেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে  সম্পর্ক অনেক বেশি জোরদার হয়েছে। গত ফেব্রুয়ারিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। আশা করা হচ্ছে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মাসে ঢাকা সফর করবেন।