শত শিল্পীর রঙ তুলিতে ঢাবির শতবর্ষ

ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি পা রেখেছে প্রতিষ্ঠার শতবর্ষে। আর কিছু দিন পরেই পূর্ণ হবে শতবর্ষ। আর এই শতবর্ষ ঘিরে চলছে নানা আয়োজন, নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ‘একটি ছবি শত শব্দের চেয়ে বেশি কথা বলে।’ সেই কথা স্মরণে শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি ‘শত শিল্পীর রঙ তুলিতে ঢাবির শতবর্ষ।’

শতবর্ষ উদযাপনকে ১০০ জন পটুয়া আঁকবে ১০০টি ছবি। এই শত ছবিতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, নৈস্বর্গ ও প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিল্পীর চিন্তাকে চিত্রায়িত করা হবে এর মাধ্যমে। আন্দোলন-সংগ্রামে ঢাবির অংশগ্রহণের ইতিহাস তুলে ধরা হবে। আঁকা ছবিগুলো দিয়ে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলবে একটি আর্ট গ্যালারি। সংরক্ষণ করা হবে পরবর্তী প্রজন্মের জানার জন্য।

গত ২৭ ফেব্রুয়ারি এই কর্মসূচির উদ্বোধন করা হয়। তবে এর মূল কাজ শুরু হয় ৫ মার্চ থেকে। শিল্পীরা নিজেদের পছন্দের জায়গায় গিয়ে আঁকবেন ছবিগুলো। তালিকার শিল্পীদের মধ্যে অন্যতম হলেন- শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী অধ্যাপক হাসেম খান, শিল্পী অধ্যাপক রফিকুন্নী, শিল্পী অধ্যাপক নিসার হোসেন, শিল্পী সীমা ইসলাম, শিল্পী রোকেয়া সুলতানা।

ঢাবির শতবর্ষের জন্য তৈরিকৃত লোগো কমিটির অন্যতম সদস্য শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ জাতির জন্য অন্যতম মাইল ফলক। আর এই শতবর্ষ উদযাপন অন্যতম প্রধান একটি অংশ এই শিল্পীর রঙ তুলিতে ঢাবির শতবর্ষ। সেখানে আমি একজন শিল্প হিসেবে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছি।’

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ চারু শিল্পী সংসদের সভাপতি অধ্যাপক জামাল আহমেদ। তার কাছে কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘৫ মার্চ থেকে আমরা মূল কাজ শুরু করব। ১০০শিল্পীর মাধ্যমে ১০০টি ছবি আঁকা হবে। ঢাকা বিশ্বদ্যালয়ের শুরু থেকে ইতিহাস-ঐতিহ্য, শিল্পীর মনের চিন্তা নিয়ে আঁকা হবে ছবিগুলো। অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা আর্ট গ্যালারি খুলে তা সংরক্ষণ করবে। আমাদের কাজটা এপ্রিলে শেষ হবে।’

এই বিষয়ে ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি অন্যতম ভালো এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ।’