তুরস্কে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নতুন নতুন চিন্তা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। এধরনের নতুন একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর একটি কুইজের আয়োজন করেছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট।

বঙ্গবন্ধুকে দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে পরিচিত করে তোলার জন্য বঙ্গবন্ধুর একটি বিশেষ ত্রি-মাত্রিক কাঠামো তৈরি করার একটি উদ্যোগ নিয়েও কাজ করছে কনস্যুলেট।

কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্মের ওপর বঙ্গবন্ধু কুইজ সিরিজের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয়। তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লেখযোগ্য সংখ্যক তুর্কি এবং বিদেশি ছাত্রছাত্রীদের এতে অংশ নেন। এর আগে কনস্যুলেট দুটি ওয়েবিনারের আয়োজন করে।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সূচনা বক্তব্যে মানুষের প্রতি বিশেষ করে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালবাসা এবং অগাধ স্নেহের কথা উল্লেখ করেন।