বই মেলা শুরু হলেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ

অবশেষে শুরু হয়েছে প্রাণের বই মেলা। মহামারি করোনার কারণে চিরাচরিত নিয়ম ভেঙে এবারের বই মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে। চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।

আনুষ্ঠানিকভাবে বই মেলা শুরু হলেও এখনও শেষ হয়নি সবগুলো স্টলের নির্মাণ কাজ। শেষ হয়নি শৌচাগার নির্মাণ কাজও। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এখনও চলছে বেশ কিছু স্টলের নির্মাণ কাজ। পাওয়া যাচ্ছে হাতুড়ি পেটার আওয়াজ, জোর হাতে চলছে নির্মাণ কাজ শেষ করার চেষ্টা।

করোনার সংক্রমণ ঠেকাতে এবারের বই মেলায় নেওয়া হয়েছে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। বই মেলায় প্রবেশের জন্য রয়েছে চারটি পথ। চারটি পথেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, করা হচ্ছে থার্মাল স্ক্যান। ঢাকা ওয়াসা ও বিকাশের সৌজন্যে রাখা হয়েছে নিরাপদ পানির ব্যবস্থা। জনসমাগম এড়াতে এবারের বই মেলাও হচ্ছে আগের চাইতে বৃহৎ পরিসরে।

প্রথমদিনে মেলায় নেই একেবারেই জনসমাগম। কাল ছুটির দিনে কিছু মানুষ আসতে পারে বলে মনে করছেন প্রকাশকরা। তবে করোনা পরিস্থিতিতে খুব আশাবাদী হতে পারছেন না কেউই। প্রথমদিন মেলায় এসেছেন রায়হানুল কবীর। তিনি মেলার সব আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মেলাটা আমাদের প্রাণের জায়গা। সবাই যদি আমরা সতর্ক থাকি তাহলে খারাপ কিছু হবে না। তবে ঝড়বৃষ্টি ভোগান্তিতে ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ছবি: সাজ্জাদ হোসেন