ছুটির দিনে প্রাণ পেয়েছে বইমেলা

গতকাল প্রথমদিন বইমেলায় লোকজন কম দেখা গেলেও আজ শুক্রবার (১৯ মার্চ) প্রাণ ফিরতে শুরু করেছে বইমেলার। অতীতের প্রথা ভেঙে এবারের অমর একুশে বইমেলা শুরু হয়েছে ১৮ মার্চ। প্রথমদিন মেলা ছিল প্রায় জন মানবহীন। তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে জনসমাগম।

তবে মেলার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বইমেলায় আসা দর্শনার্থী ও বিক্রেতারা। গরম চলে আসায় দেখা যায় বাতাসে অনেক ধুলো উড়ছে। শেষ হয়নি অনেকগুলো স্টলের নির্মাণ কাজ।

মেলায় আসা আরমান বলেন, ‘প্রত্যেকবার ডিজিটাল সাউন্ড সিস্টেম থাকে, একুশের গান থাকে এবছর তাও নেই। মেলার অনেকগুলো স্টল এখনও নির্মাণাধীন। যা দেখতে খুবই খারাপ লাগছে।’

ডেইলি স্টার স্টলের এক বিক্রেতা বলেন, ‘বইমেলায় লোকজন আছে, সে তুলনায় বই তেমন একটা বিক্রি হচ্ছে না। আশাকরছি সামনে ছুটির দিনগুলোতে লোকজন আরও বাড়বে। গরম পড়ার কারণে মেলায় ধুলা উড়ছে বেশ। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য।’

মেলায় ঘুরতে আসা আরেক দর্শনার্থী সাইফ হাসান বলেন, ‘করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর লোকজন তুলনামূলক কম আসছে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থগিত করার সুপারিশের কারণে অনেকে মনে করেছে বইমেলা শুরু হয়নি। আশাকরছি ধীরে ধীরে মানুষজন জানবে, আসবে, বই কিনবে।’