রাজধানীতে শেষরাতে প্রশান্তির বৃষ্টি

কয়েক দিনের তাপদাহের পরে শুক্রবার রাতের শেষভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে রাজধানীবাসীর জীবনে। আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার (১৭ এপ্রিল) কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রাঙামাটি, ফেনী, শ্রীমঙ্গল,  রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে টানা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেখান থেকে যেন সাময়িক মুক্তি মিললো।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার শেষ পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।