যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মামুনুল হককে

২০২০ সালের মোহাম্মদপুর থানা এলাকার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হেফাজত নেতা মামুনুল হককে। এ বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। গ্রেফতারের পর তেজগাঁও উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় থেকে এখন তাকে রাখা হয়েছে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দেশের আর কোথায় কোথায় মামলা হয়েছে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুর থানা এলাকার ২০২০ সালের একটি ভাঙচুর-নাশকতার মামলা ছিল। ওই নাশকতার ঘটনায় মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে– এই মর্মে আজ (রবিবার) দুপুরে মোহাম্মদপুরে তার পরিচালিত মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকালকে তাকে আদালতে তোলা হবে।’

আরও খবর: মামুনুল হক গ্রেফতার