এফবিসিসিআই নির্বাচন বন্ধের বিষয়ে হাইকোর্টের রুল

করোনায় লকডাউনের মাঝে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচন বন্ধে গত ১৪ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা আবেদন আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও সানজিদ সিদ্দিকী।

এর আগে করোনার মাঝে নির্বাচন বন্ধে গত ১৪ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু সে আবেদনের কোনও জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ভোটার আমির উদ্দিন বিপুল। সেই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, আগামী ৫ মে এফবিসিসিআইয়ের ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য দিন ধার্য রয়েছে।