শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিতহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়রপদে নির্বাচন সংশ্লিষ্ট নথিপত্র আদালতে দাখিল করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
নথি তলবের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হক টুটুল বলেন, ‘ওই নির্বাচনে মেয়রপদে পরাজিত এক প্রার্থীর করা রিট আবেদনের শুনানি করে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পৌর ভোটের মেয়রপদের সব নথি সাতদিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সে আদেশ স্থগিত চেয়ে আজ আবেদন করলে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশ আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করেন।’
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে পৌরভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. সালেক মিয়া বিএনপির এমএস আহমেদ অলিকে ৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।এরপর ওই নির্বাচনের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন অলি। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশন ও সরকারকে পৌরভোটের মেয়রপদের প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করতে নির্দেশ দেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আজ রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি করে চেম্বার বিচারপতি এ স্থগিতাদেশ দেন।
/ইউআই/এসএম/