আইনজীবীর সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণ, ঢাকা বারের প্রতিবাদ

পরিচয় পত্র দেখানোর পরও ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট নার্গিস পারভীন মুক্তির সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২০ এপ্রিল) সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মো. হজরত আলীর সই করা প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট নার্গিস পারভীন মুক্তি সোমবার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে পরিচয় পত্র দেখানো সত্ত্বেও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ঢাকা আইনজীবী সমিতি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।’

একইসঙ্গে ভবিষ্যতে যেন আইনজীবীরা এরূপ বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হন, এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে  সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।