আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ এপ্রিল) সেনাবাহিনীর স্থানীয় টাস্ক ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, গত ২২ মার্চ  কক্সবাজারের রামুতে রোহিঙ্গাদের এফডিএমএন ক্যাম্প ৮(ইস্ট), ৮ (ওয়েস্ট) এবং ক্যাম্প ৯-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই  দুর্ঘটনায় ক্যাম্প ৮(ইস্ট)-এ ১৫৭৮টি, ক্যাম্প ৮ (ওয়েস্ট) -এ ২৬৫২টি এবং ক্যাম্প ৯ এর ৫ হাজার ৯৮৭টি ঘর ভষ্মিভূত হয়।

অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের অধীন উখিয়া, বালুখালী এবং পালংখালী আর্মি ক্যাম্প  থেকে যৌথবাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে আগুনের ব্যাপকতা বিবেচনায় রামু সেনানিবাস থেকে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফায়ার ক্রাস টেন্ডার, একটি বড় ওয়াটার বাউজার, সাতটি ওয়াটার ট্রেলার, দুইটি অ্যাম্বুলেন্স এবং দুইটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল এবং দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদানের কার্যক্রম গ্রহণ করে।  মঙ্গলবার  ক্যাম্প ৮ (ওয়েস্ট) এর মোট একহাজার ৫৭৬ জনের মধ্যে ত্রাণ বিতরণ করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।