হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবী কারাগারে

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২ মে ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মতিঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি ফয়সাল মাহমুদকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে ডেমরা থেকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবির মিরপুর ডিভিশন।

উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় ফয়সাল মাহমুদ হাবিবীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। এছাড়া ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।