করোনার ভারতীয় ধরন: সর্তক অবস্থানে যশোর বিমানবন্দর

যশোর বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, যশোর বিমানবন্দরে কড়াকড়ি করা হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনও যাত্রী অসুস্থ পাওয়া গেলে তাকে ফ্লাই করা থেকে বিরত রাখা হবে।

শনিবার (৮ মে) বিকালে এক ওয়েবিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘মহামারিতে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি)।

মফিদুর রহমান বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট তো শুধু যশোরে না, দেশের যেকোনও স্থানেই পাওয়া যেতে পারে। তবে যশোর বিমানবন্দরে যাতে এটি না ছড়ায়, সে বিষয়ে সতর্ক আছে বেবিচক।

প্রসঙ্গত, ৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আক্রান্তরা সবাই বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন, তারা সবাই বাংলাদেশি।