ঈদের ছুটিতে কাজ করলে ওভারটাইম দিতে হবে: মন্নুজান সুফিয়ান

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কাউকে ছুটি দেওয়া হয় তবে তাকে অবশ্যই কর্মস্থলেই থাকতে হবে। কোনওভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। রবিবার (৯ মে) নগরীর শ্রম ভবনে আয়োজিত ‘আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)’ সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণেই মালিকরা আজ শ্রমিক বান্ধব হয়েছে। রাষ্ট্রের প্রধান যদি শ্রমিকের পক্ষে থাকে সেই দেশ এগিয়ে যায়।
প্রতিমন্ত্রী বলেন, ছুটির দিন যদি শ্রমিকরা কাজ করেন তাহলে ওভারটাইম দিতে হবে।

এদিকে অনুষ্ঠানে সরকার ঘোষিত তিনদিনের ছুটির পরিবর্তে ৫ দিন করার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শ্রমিকরা ৩ দিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরও ২ দিন বাড়ানো দাবি করছি।

শ্রমিক নেতাদের এমন দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটি ৩ দিন নির্ধারণ রয়েছে। এরই মধ্যে অনেক গার্মেন্টস ৫ থেকে ৭ দিন ছুটি দিয়ে দিয়েছে। ছুটি যাই হোক কর্মস্থলে অবস্থান করতে হবে।