‘ঢাকার বৃষ্টি থেমে গেলেও ঝরতে পারে সারাদেশে’

ঈদের পরের দিন শনিবার (১৫ মে) বিকালে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। আকাশ ভেঙে বৃষ্টি নামলেও রাজধানী ঢাকায় বৃষ্টি থেমে যাবে। ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস থাকলেও সারাদিনই প্রচণ্ড গরমে অস্বস্তিতে  কাটিয়েছে রাজধানীবাসী। যদিও এদিন চট্টগ্রামহ বেশকিছু অঞ্চলে বৃষ্টিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম ছিল। বিকাল সাড়ে  ৪টার পর আকাশ অন্ধকার হতে শুরু করে। এর ঘণ্টাখানেক পরে দিনের বেলা যেন রাতে নেমে আসে। এরপরই শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পূর্বাভাসে আগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা ছিল। ঢাকার এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে চলে যাবে, তবে সারাদেশেই আগামী ১২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি জানান, মাসের শুরুর দিকে তাপপ্রবাহ থাকলেও তা কেটে গিয়ে বর্তমানে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকার পর আবারও তা কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার (১৬ মে) সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে কিছুটা কম হবে। ঢাকাসহ নিচের দিকের এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এছাড়া সারাদেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।