মানুষ যেভাবে গেছে সেভাবেই ফিরছে (ফটোস্টোরি)

কেউ ঘাট থেকে দীর্ঘ পথ হেঁটে, ফেরিতে গাদাগাদি করে ফিরছে ঢাকায়। রবিবার (১৬ মে) শিমুলিয়া ঘাটে দেখা গেছে কোলের শিশু থেকে বৃদ্ধ ফেরি থেকে নেমে হেঁটে আসছেন। এক অন্তঃসত্ত্বা নারীর কোলে এক শিশু, হাতে আরেক শিশু।

শিমুলিয়া ঘাট

কেন এভাবে ঈদযাত্রা, কেন এই হয়রানি মেনে নিয়েও যেতে হলো গ্রামে প্রশ্নে এক নারী বলেন, ঈদের বেশ কয়দিন আগে গেছি। মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। তাই ঈদের একদিন পরেই আবারও একই পথে একইভাবে ফিরতে হলো। গাড়ি বন্ধ থাকায় ক্ষোভ ঝাড়লেন তিনি।

শিমুলিয়া ঘাট

সপরিবারে ফিরছেন আসলাম মিয়া। তিনি বলেন, আমার ছোট ছেলে গ্রামে দাদীর কাছে থাকে। ঈদে একবার দেখা হয়। আমরা ঢাকায় থাকলে কীভাবে চলে?

শিমুলিয়া ঘাট

করোনার মধ্যে এভাবে গাদাগাদি করে ফেরি পার ক্ষতিকর কিনা জানতে চাইলে তিনি বলেন, কীসের ক্ষতি? বাস বন্ধ থাকলে ভিড় হবে এটা কি কেউ জানে না?

শিমুলিয়া ঘাট

শনিবার থেকেই শিমুলিয়া ঘাট দিয়ে ফেরিতে ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ। রবিবার থেকে অফিস খুলে যাওয়ায় ঠিক যেভাবে স্বাস্থ্যবিধি না মেনে মানুষ বাড়ি ফিরেছে সেভাবে আবারও ঢাকার পথে আসতে দেখা গেছে।

শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাট