সাংবাদিক রোজিনার মুক্তি দাবি এইচআরএসএস’র

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মঙ্গলবার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এইচআরএসএস এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সোমবার ( ১৭ মে) পেশাগত দায়িত্ব পালন করার সময় সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। পরে শাহবাগ থানায় আটকে রেখে মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এইচআরএসএস মনে করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের মামলা ও হয়রানি ভয়ার্ত পরিবেশ তৈরি করবে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং হেনস্থাকারীদের বিচারের কাঠগড়ায় আনার জোর দাবি জানায়।