চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশন পুনরায় চালুর দাবি

পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশন পুনরায় ব্যবহারের অনুমতি দেওয়ার দাবিতে স্থানীয় কাউন্সিলর ইরফান সেলিমসহ স্থানীয় কয়েকজন কাউন্সিলর ভবনটির মসামনে অবস্থান নিয়েছে। আর ক্ষতিপূরণের দাবিতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৯ মে) সকালে তারা সেখানে অবস্থান নেন। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজেলে নূর তাপস সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ওয়াহিদ ম্যানশন পুনরায় চালুর অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। ওই ভবনে কেমিক্যাল গোডাউন থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনে পুড়ে মারা যায় ৭১ জন।