‘ছয় ঘণ্টা কী হয়েছিল সচিবালয়ে, তদন্ত করা হোক’

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেদিন ছয় ঘণ্টা কী হয়েছিল তার তদন্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক, লেখক ও কথা সাহিত্যিক আনিসুল হক। বুধবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তিনি।

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিএফইউজে আয়োজিত মানববন্ধন

আনিসুল হক বলেন,  ‘সরকার যদি রোজিনা ইসলামের হেনস্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তা না হলে বাংলাদেশের ভাবমূর্তি অনুউজ্জ্বল হতেই থাকবে। আর স্বাস্থ্যখাতের অব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্নীতি দমন কমিশনের এগিয়ে আসা উচিত। ওইদিন ৬ ঘণ্টা সচিবালয়ে কী ঘটেছে সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক। তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার দাবি।’

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিএফইউজে আয়োজিত মানববন্ধন

তিনি আরও বলেন, ‘আমরা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার উত্তরসূরী। যারা সেলিনা পারভীনের হাত, চোখ পেছন থেকে বেঁধেছে সেই প্রেতাত্মারা কিন্তু এখনও জীবিত আছে। তাদের বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো সোচ্চার হতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। এই সময় স্বাধীন সাংবাদিকতা ওপর আঘাত আমরা কেউই মেনে নিচ্ছে না।’