৮ দিনে ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী

ঈদের ছুটির পর গত ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত রাজধানীতে ফিরেছেন প্রায় ৭১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। আরও  ৩০ লাখের মতো মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকার বাইরে রয়ে গেছেন বলেন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার (২৩ মে) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী।’ 

তিনি বলেন, ‘ঢাকায় মানুষ ফিরতে শুরু করেছে, আর অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’

মোস্তাফা জব্বার রবিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।  তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে বাইরে যাওয়া প্রায় এক কোটি সিমের মাঝে প্রায় ৭১ লাখ ফিরে এসেছে।  এখন আস্তে আস্তে বোঝা যাবে, তারা কী নিয়ে ঢাকায় ফিরলো।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলা লিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ ব্যবহারকারী রয়েছেন।

জানা যায়, এ সবই ইউনিক ব্যবহারকারী।  যারা একাধিক সিম ব্যবহার করেছেন তাদেরকে একটি সিম হিসেবে এই সংখ্যা নির্ণয় করা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ঈদের পরে ঢাকায় ফেরা মোট মানুষের সংখ্যা আরও বেশি।