বাহরাইনে অবস্থিত বাংলাদেশি কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা

বাহরাইনে অবস্থিত বাংলাদেশি কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধার ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। এই সুবিধা গ্রহণকারীদের চিকিৎসা ব্যয়, মৃতের পরিবারের তাৎক্ষণিক আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ ছাড়া কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠানোর সুবিধাও দেওয়া হবে ইন্স্যুরেন্সের মাধ্যমে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এই উদ্যোগ গ্রহণ করেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষত ছোট কোম্পানিতে কর্মরত ও ফ্লেক্সি ভিসায় কর্মরত কর্মীদের উপকারার্থে বাংলাদেশ দূতাবাস ও বাহরাইনের সলিডারিটি আল আহলিয়া ইন্স্যুরেন্সের সঙ্গে বুধবার (৯ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীগণ শুধুমাত্র ষোল বাহরাইনি দিনারে দুই বছর মেয়াদী বিমা/ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করতে পারবেন।

ইতোমধ্যে রাষ্ট্রদূত উক্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি সভা আহ্বানের নির্দেশনা প্রদান করেছেন।

ইন্স্যুরেন্স পলিসির বিষয়ে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে উক্ত কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষে দ্রুততম সময়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বিমা সুবিধা প্রাপ্তির লক্ষে বিমা পলিসির সুবিধাগুলোর ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। কমিউনিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে দূতাবাস থেকে বিস্তারিত জানানো হবে।