শিশুদের দিয়ে যৌনব্যবসা বন্ধে কঠোর নজরদারি চায় নারী আইনজীবী সমিতি

করোনা পরিস্থিতিতে শিশুদের দিয়ে যৌনব্যবসা বৃদ্ধি পাওয়ায় তা রোধে সরকারের কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

রবিবার (১৩ জুন) সমিতির সাধারণ সম্পাদক জোবায়দা পারভিন সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রতি বছরের ন্যায় এবারও ‘শিশু শ্রম নিরসন দিবস-২০২১’ পালন করে। এই উপলক্ষে গৃহীত কর্মসূচী হিসাবে একটি ভার্চুয়াল কনফারেন্স আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলীর সঞ্চালনায় শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মজিবুল হক চুন্নুর লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। এসময় আরও বক্তব্য রাখেন ইনসিডিন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী, ইউনিসেফের জামিলা আক্তার ও শিশু শ্রম নিরসনে জাতীয় খসড়া কর্মপরিকল্পনা কমিটির ফোকাল ও যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আইন শৃঙ্খলার শিথিলতার কারণে শিশু পাচার যেমন বেড়েছে, সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে শিশু শ্রম ও জোরপূর্বক শিশুদেরকে যৌনব্যবসায় নিয়োজিত করা হয়েছে। করোনাকালীন সময়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে শিশু পাচার ও জোরপূর্বক শিশুদের নিয়ে যৌনব্যবসা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। শিশুদের দিয়ে যৌনব্যবসা রোধে পতিতালয়ে সরকারি কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন। এ অবস্থা থেকে উত্তরণ ও শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাসমূহের মধ্যে সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বয় অত্যাবশ্যকীয়।