শুদ্ধাচার পুরস্কার পেলেন অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তা পেলেন ‘শুদ্ধাচার পুরস্কার  ২০২০-২০২১’।

মঙ্গলবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

তিন জনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা  বিভাগের  আওতাধীন অধিদফতর-দফতর ও সংস্থা প্রধান হিসেবে এই পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়া শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সিনিয়র সহকারী সচিব (বাজেট শাখা) ফজলুর রহমান। তিনি বিসিএস ১৮ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত কর্মচারীর মধ্যে এই পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক (উন্নয়ন-৩ শাখা) মো.ইউসুফ।