লকডাউনে যেভাবে চলবে ট্রেন

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঘোষিত লকডাউনের কারণে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সীমিত করা হয়েছে। পাশাপাশি লকডাউন এলাকার মধ্যে পড়ায় গাজীপুরের স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করায় আজ ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে, আন্ত:নগর ট্রেনগুলো এসব স্টপেজে থামবে না। গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।  এছাড়া খুলনাগামী চলাচলকারী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

এ সিদ্ধান্তগুলো আগামী ৩০ জুন পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত কার্যকর থাকবে।