ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ১০৬ ম্যাজিস্ট্রেট

বৃহস্পতিার (১ জুলাই) সকাল থেকে সারাদেশে শুরু হওয়া সাত দিনের লকডাউনে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও পরিস্থিতি পর্যবেক্ষণে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফৌজদারি কার্যবিধির কোড ১০ (৫) এর অধীনে নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।’