সৌদি থেকে দেশে ফিরলেন ১১ নারী গৃহকর্মী

সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ১১ নারী গৃহকর্মী। দেশে ফেরত আসার আগে তারা রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সেইফহোমে অবস্থান করছিলেন। বুধবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানের বিজি ৪০৪০ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। দেশে ফেরত আসা এসব নারী কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাবার দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা। এসময় কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মুশাররাত জেবীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ পরিচালক জাহিদ আনোয়ার জানান, দেশে ফিরে আসা কর্মীদের বিমানবন্দরে খাবার এবং সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। তারপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই দেশে ফেরত আসার জন্য দূতাবাসের সেইফহোমে অবস্থান করছিলেন।