নির্বাচিত জনপ্রতিনিধিদের টিকা দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি

নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা প্রদান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব একেএম মিজানুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে এই চিঠি দেন।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তৃণমুল পর্যায়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ। করোনা মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের অধিক নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ নিচ্ছেন। তারা পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, করোনা সনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থা করাসহ সকল পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এছাড়াও জনগণকে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্ভূতকরণসহ এ কাজের সার্বিক সহায়তা প্রদান করে আসছেন।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনও করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেননি। সে পরিপ্রেক্ষিতে করোনা মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিগণকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা প্রয়োজন।
এ অবস্থায় করোনা মহামারি মোকাবেলায় নিয়োজিত সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জন প্রতিনিধিগণকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।