মহামারিকালে ৩৩ হাজার পরিবারকে খাদ্য দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

করোনা মহামারিতে এখন পর্যন্ত অন্তত ৩৩ হাজার দরিদ্র, অসহায় পরিবারকে খাদ্য সহযোগিতা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (১৭ জুলাই) বিকালে প্রতিষ্ঠানটির প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ কথা জানান।  

তিনি বলেন, গেল বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে অসহায়, কর্মহীন, রিকশা-ভ্যান চালক, বেকার শ্রমিক ও শ্রমজীবী মানুষের ৩৩ হাজার ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বলেও জানান তিনি।