চিড়িয়াখানায় নতুন অতিথি দুর্জয় ও অবন্তিকা

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় টগর-বেলী বাঘ দম্পতির ঘরে এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। করোনাকালে চিড়িয়াখানার নিরিবিলি পরিবেশে প্রথম বাচ্চা দিলো রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি।

দর্শনার্থীদের জন্য সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়।

এদিন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী রেজাউল করিম এই দুটি বাঘের বাচ্চার নামকরণ করে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন।

নারী শাবকের নাম রাখা হয়েছে অবন্তিকা, পুরুষ শাবকের নাম দুর্জয়। মায়ের সঙ্গেই থাকছে এ দুটি বাঘের বাচ্চা। বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়।

এছাড়া চিড়িয়াখানায় ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ২১০টি বক অবমুক্ত করেন মন্ত্রী।

সূত্র জানায়, স্ত্রী বাঘ বেলীর জন্ম ২০১৭ সালের ৯ নভেম্বরে ও পুরুষ বাঘ টগরের জন্ম ২০১৭ সালের ১ মার্চে।

237418536_1176779379394371_2425198232383385147_n
238387511_546852423030985_3018721645687356182_n238733927_2973837936204957_8105834705391691060_n(1)