সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষের উপহার হিসেবে তারা এ সুযোগ চান। রবিবার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশি যুব প্রজন্মের পক্ষে আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনাকালীন অচলাবস্থায় সকল বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ইতোমধ্যে তাদের জীবন থেকে দুই বছর হারানোর দ্বারপ্রান্তে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হওয়ায় কয়েক লাখ তরুণ-তরুণী ইতোমধ্যেই চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ না পেয়েই ৩০ এর গণ্ডি অতিক্রম করেছেন। আরও কয়েক লাখ শিক্ষার্থী বিপদসীমার কাছাকাছি। এ অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করতে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানভির হোসেন, সাজিদ রহমান, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, ওমর ফারুক, মানিক রিপন, নিতাই সরকার, সুমনা রহমান, মানজিয়া মুন প্রমুখ।