X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

১৩৪২ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ২০:২২আপডেট : ২০ জুন ২০২৩, ২০:২২

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ১ হাজার ৩৪২টি পদে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনের বিষয়টি সামনে রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি ব্যবস্থাপনায় মেধাবী কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে মাঠপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা নিয়োগে যথাসম্ভব পিএসসির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ স্বল্পতায় সুপারিশ করা সম্ভব হয়নি, এমন প্যানেল থেকে ভূমি খাতে কাজ করতে আগ্রহী কর্মকর্তা নিয়োগ দিতে পারলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদানে এক গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ১২তম বেতন গ্রেডের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা থেকে পদোন্নতির মাধ্যমে ১১তম গ্রেডে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দশম গ্রেডে কানুনগো এবং নবম গ্রেডে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে যাওয়ার সুযোগ রয়েছে। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ও সার্কেল ভূমি অফিসের আওতায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মজীবন শুরু করেন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদের প্রাক্তন নাম সহকারী তহশীলদার।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৯ জুন) সরকারি কর্ম কমিশন ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে নবম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদফতর ও দফতরের পদগুলোর পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে।

এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ১ হাজার ৩৪২টি ১২তম গ্রেডের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে, যা নবম থেকে ১২তম গ্রেডের মোট শূন্য পদ ৪ হাজার ৪৭৮টি পদের মধ্যে এককভাবে সর্বোচ্চ। পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ আগামী ১ জুলাই।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
এক পদে ১০ জনকে চাকরি দেবে ওয়ালটন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?