অনলাইন গেম পাবজিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, গ্রেফতার ১

অনলাইন গেম পাবজি ও ফ্রি-ফায়ারকে কেন্দ্র করে মাগুরায় সংগঠিত হত্যাকাণ্ডের মূল আসামি সজীব মিয়াকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। সোমবার (২৩ আগস্ট) নরসিংদিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাগুরা সদর থানার বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের কাজী রওনাক হোসেনের ছেলে নবম শ্রেণিতে অধ্যয়নরত কাজী গোলাম রসুলের সাথে ‘পাবজি’, ‘ফ্রি-ফায়ার’ ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সজীব মিয়ার সাথে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরেই ২৭ জুলাই রাতে রসুলকে একা পেয়ে সজীব ধারালো অস্ত্র দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে পালিয়ে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সে ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে এসব তথ্য পায় সিআইডি।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। অনলাইনের এসব গেম থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ সিআইডির এই কর্মকর্তা।