জাগো ফাউন্ডেশন ও টিকটকের উদ্যোগে তরুণদের অনলাইন নিরাপত্তায় ‘সাবধানে অনলাইনে’ শীর্ষক ক্যাম্পেইন করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে এক লক্ষাধিক তরুণকে অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২ সালে শুরু হওয়া এই উদ্যোগের তৃতীয় ধাপে ৬৪ জেলা থেকে ১২৮ জন ইয়ুথ অ্যাম্বাসেডর প্রশিক্ষণ নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। ‘ক্যাম্পাস অ্যাক্টিভেশন’ কর্মসূচিতে ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ার্কশপের মাধ্যমে এক লাখ শিক্ষার্থী উপকৃত হয়।
চূড়ান্ত পর্যায়ে ‘ন্যাশনাল অনলাইন সেফটি ডায়ালগ’-এ বিভিন্ন বিশেষজ্ঞরা ডিজিটাল নিরাপত্তার চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন। জাগো ফাউন্ডেশন ও টিকটক এই উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে কাজ করছে।