পর্যটন করপোরেশনের হোটেলের রুম বুকিং দেওয়া যাবে অনলাইনে

সারাদেশে পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোর রুমের বুকিং দেওয়া যাবে অনলাইনে। আগামী এক মাসের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল অনলাইন বুকিং সেবা চালুর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালন ও সেবা প্রদানের আঙ্গিকে নানা পরিবর্তন এসেছে, চাহিদার প্রেক্ষিতে এর সেবা আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে পর্যটকরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোর রুম বুকিং প্রদান এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সাথে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।