পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ফ্ল্যাট থেকে ভাড়া আদায় নয়: প্রধানমন্ত্রী

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণে একনেকে অনুমোদন দেওয়া প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৪২ কোটি টাকা। প্রকল্পের পুরো ব্যয় রাজস্ব খাত থেকে মেটানো হবে। তবে এ ফ্ল্যাটগুলো থেকে কোনও ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশের ৮ বিভাগের ৫৯ জেলার ৬৬ পৌরসভায় মোট ৩ হাজার ৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি তোলা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এতদিন পরিচ্ছন্নতাকর্মীদের নাগরিক সুবিধা ছিল না। তাই এসব ফ্ল্যাট থেকে ভাড়াও নেওয়া যাবে না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ফ্ল্যাট পরিচালনায় কিছু টাকার প্রয়োজন হবে জানালে, প্রধানমন্ত্রী ন্যূনতম একটি চার্জ নির্ধারণের কথা বলেন। একইসঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের পরবর্তী প্রজন্মকে এ পেশায় অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুল-আল-রশীদ বলেন, ফ্ল্যাটগুলো সাড়ে ৫’শ বর্গফুট করে হবে। কিন্তু সিঁড়ি, লিফ্ট যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় ৭৪৯ বর্গফুটে। এই হিসাবে প্রতি বর্গফুটে খরচ পড়বে চার হাজার ২৬০ টাকা। প্রশাসনিক খরচ বাদ দিলে যা তিন হাজার ৪০০ টাকা হবে।