নেটফ্লিক্সে প্রদর্শিত ফরাসি সেই চলচ্চিত্রের প্রচার বন্ধ করলো সরকার

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা ফরাসি সিনেমা ‘দ্য লাস্ট মার্সেনারি’ প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। 

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর বিটিআরসিকে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। 

চিঠিতে তৈরি পোশাকখাত নিয়ে আপত্তিকর মন্তব্যটি রিমুভ করা না হলে বাংলাদেশে নেটফ্লিক্সে প্রচারিত চলচ্চিত্রটির প্রচার বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। 

একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনেও পৃথক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

ফারুক হাসান বলেন, নেটফ্লিক্সে প্রদর্শিত ফরাসি চলচ্চিত্র ‘দ্য লাস্ট মার্সেনারি’তে বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর সংলাপের প্রত্যাহার চেয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। বস্তুত বাংলাদেশের জন্য যে কোন ধরণের অপমানজনক মন্তব্য বা কর্মকাণ্ড আমাদের হৃদয়ে আঘাত লাগে। এ প্রতিবাদ দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের অন্তর থেকে এসে যায়।