অপরিচ্ছন্ন কক্ষ: অধ্যক্ষকে শোকজ, উপপরিচালক সাময়িক বরখাস্ত

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনের সময় একটি কক্ষ অপরিচ্ছন্ন দেখে অধ্যক্ষসহ মনিটরিংয়ের দায়িত্বে থাকা সবাইকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন। এ সময় মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের একজন উপপরিচালক।

পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।  ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ১৩ দিন পর অধ্যক্ষ অবসরে যাবেন। সে কারণে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসে শোকজ করা হয়েছে।

পরে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধ্যক্ষের আর চাকরি রয়েছে ১৩ দিন।  সে কারণে তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। শোকজের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের যে কর্মকর্তা মনিটরিয়ের দায়িত্বে ছিলেন তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছি।’