অস্থায়ী গেট কিপারদের চাকরি রাজস্বকরণের দাবি

বাংলাদেশ রেলওয়ে পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রকল্পের অস্থায়ী গেট কিপারদের বকেয়া বেতন-ভাতা নিয়মিতকরণ এবং চাকরি দ্রুত রাজস্বকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের অস্থায়ী গেটকিপার পূর্ব ও পশ্চিম ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিষদ থেকে বলা হয়, নিয়মানুসারে কোনও প্রকল্পে অস্থায়ী ভাবে তিন বছর কেউ কর্মরত থাকলে তার চাকরি রাজস্বকরণ বাধ্যতামূলক। অথচ এখানে তিন বছরের শেষে চার বছর ধরে অনেকে আছেন, তাদের চাকরি রাজস্বকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

তাদের দাবি, উন্নয়ন প্রকল্পে অস্থায়ীভাবে সৃজনকৃত পদগুলো প্রকল্পে না রেখে, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে পদ স্থানান্তর করা হোক।