সারাদেশে রাইড শেয়ার চালকদের কর্মবিরতি কাল

রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অতিরিক্ত কমিশন আদায় ও পুলিশি হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার সারাদেশে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে অ্যাপভিত্তিক ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)। সংগঠনটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর আমরা কর্মসূচি ঘোষণা করি। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাইড শেয়ারিং কোম্পানিগুলো অতিরিক্ত কমিশন নিচ্ছে। যার ফলে আমাদের তেমন একটা লাভ থাকে না। এছাড়া রাস্তাঘাটে পুলিশ হয়রানি করে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু বাংলাদেশে নয়, ইউরোপেও পালন হবে। লন্ডনের অ্যাপভিত্তিক ড্রাইভারস ক্যারিয়ার ইউনিয়ন এই কর্মসূচি ঘোষণা করলে আমরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করি। আগামীকাল সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিটি পালিত হবে। কর্মসূচির মধ্যে সারাদেশে নিজ নিজ বিভাগীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করা হবে।

ছয় দফা দাবি হচ্ছে-

১. অ্যাপস-নির্ভর চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিন, কর্ম ও সময়ের মূল্য দিতে হবে।

২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করুন, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকতে হবে।

৩. ঢাকা চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দিতে হবে।

৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

৫. এনলিস্টকৃত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখতে হবে।

৬. গতবছর গ্রহণ করা সব এআইটি এনলিস্টকৃত যানবাহন মালিকদের ফিরিয়ে দিতে হবে।