ডিএনসিসিতে টিকাদানের সময় নিয়ে বিভ্রান্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কর্মসূচির সময় নিয়ে বিভ্রান্তিতে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দারা। প্রথম ধাপের গণটিকা কর্মসূচির অভিজ্ঞতায় আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকেই টিকা নিতে এসে কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়েছেন তারা। কিন্তু সিটি করপোরেশন জানিয়েছে, ডিএনসিসি এলাকায় বেলা আড়াইটা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ অবস্থায় লাইনে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন টিকা প্রত্যাশীরা।

সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা কার্ড হাতে নিয়ে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু ততক্ষণেও টিকা দেওয়া শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে তাও জানেন না তারা। এ সময় কেন্দ্র কর্তৃপক্ষ থেকে বেলা আড়াইটা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে মাইকিং করতে দেখা গেছে।

সামছুল ইসলাম নামে এক টিকা প্রত্যাশী বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু হঠাৎ করে কেন্দ্রে এসে জানতে পারলাম টিকা কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটায়। এটা ব্যাপকভাবে প্রচারও করা হয়নি। এখন শত শত মানুষ টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছে। অনেকে ফিরে যাচ্ছে।

বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে লোকজনের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই আগে থেকে সময় না জেনে এসে অপেক্ষা করছিলেন, তারা জানতেন না কখন টিকা দেওয়া শুরু হবে।

গণটিকার-জন্য-অপেক্ষা

চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করেই আমরা আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মানুষ মনে করছে টিকা মানেই হচ্ছে সকাল ৯টা। এখন মানুষের যাতে ভোগান্তি না হয় সে কারণে যেসব কেন্দ্রে মানুষের উপস্থিতি বেশি সেসব কেন্দ্রে আমরা টিকাদান শুরু করে দিতে বলছি।