ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১৯ জন। এরমধ্যে ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬৭ জন এবং ঢাকার বাইরে ৫২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও দুই জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৬৫ জন। আর সেপ্টেম্বর মাসে  রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৪৩৪ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৫৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায় আছে ৭৩৬ জন, আর বাকি ২১৮ জন অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৬৭১ জন।