ভারতে যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনের শুভেচ্ছা সফরে ভারতের বিশাখাপত্তম যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নৌ ঘাঁটি থেকে এটি ভারতের উদ্দেশে রওয়ানা দেয়। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদ্য দলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ সদস্য শুভেচ্ছা সফরে অংশ নিয়েছেন। জাহাজটি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অবস্থানের সময় আগামী ৪ থেকে ৬ অক্টোবর ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে।

বিশাখাপত্তনম বন্দরে অবস্থানের সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞরা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকরা জাহাজটি পরিদর্শন করবেন।