জলবায়ু শীর্ষ সম্মেলনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তরুণরা

স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বরে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে নীতি-নির্ধারকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তরুণ প্রজন্ম। তাদের মতে, সমাজের প্রতিটি স্তরে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় না আনা হলে এবং এখনই এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত না নিলে পৃথিবীতে এর প্রভাব আরও বেশি প্রকট হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নেদারল্যান্ডসের জলবায়ু পরিবর্তন আন্দোলন সংস্থা ‘উই আর টুমরো গ্লোবাল পার্টনারশিপ’ আয়োজিত এক ওয়েবিনারে দায়বদ্ধতা ও ন্যায্যতা, পরিবেশ সংবিধান, প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য ‍বিষয়ের ওপর জোর দেন তরুণ জলবায়ু নেতারা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘আমাদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত আমাদের প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করবে।’

এক্ষেত্রে রাষ্ট্রদূত উদাহরণ দেন, ‘বাংলাদেশে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হলেও এর ব্যবহার হচ্ছে। কারণ বিকল্প কোনো জনপ্রিয় পণ্য ভোক্তাকে দেওয়া হচ্ছে না। এসব ক্ষেত্রে সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’

বাংলাদেশের সোহানুর রহমান ন্যায্যতার জন্য বৈশ্বিক উদ্যোগের ওপর জোর দিয়েছেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার ওপর পড়বে এবং এজন্য দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।’

চিলির ইসাবেলা ভিলানুয়েভা জানিয়েছেন, একটি পরিবেশ সংবিধান তৈরির জন্য তারা চিলি সরকারের সঙ্গে আলোচনা করছেন।

নেপালের শ্রেয়া কেসির তথ্যানুযায়ী, নেপালে এ বিষয়ে জনমত গঠনের জন্য তরুণরা এগিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করছেন।

উগান্ডার জলবায়ু আন্দোলনের তরুণ নেতা পিয়ুস ডিডুম্বার কথায়, ‘আমরা জলবায়ু-বন্ধু তৈরি করছি এবং এটি বৈশ্বিক স্তরে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশের সমমনা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি।’