তুরস্কের গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার

তুরস্কের গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই সেন্টার বাংলাদেশ-তুরস্কের সম্পর্ককে আরও গভীরভাবে জানার এবং দুই দেশের  মধ্যকার শিল্প ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার (১৫ অক্টোবর) ইস্তান্বুলে বাংলাদেশ কনস্যুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গেদিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার আয়োজিত ‘পঞ্চাশে বাংলাদেশ: উন্নয়ন ও চ্যালেঞ্জ’  শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইস্তান্বুলের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের অগ্রগতি, অর্জন ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিটি দেশেরই নিজ নিজ চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের সফলতা হলো চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য তুরস্কের জনগণের আরও নিবিড়ভাবে সম্পৃক্ততার প্রত্যাশা করেন কনসাল জেনারেল।