বিশ্ব খাদ্য দিবস 

ঢাকার ফুটপাতে খাবার থাকে না ঢাকা (ফটো স্টোরি)

আজ শনিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও চ্যালেঞ্জ রয়ে গেছে নিরাপদ খাদ্য নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য। টেকসই জীবন ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের ঝুঁকিরই কারণ না, বরং দেহে রোগের বাসা বাঁধারও অন্যতম কারণ। ডায়রিয়া থেকে শুরু করে ক্যান্সার— এমন দুই শতাধিক রোগের জন্য দায়ী অনিরাপদ খাদ্য।

করোনার প্রকোপ কমে আসায় সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। আর রাজধানীর ফুটপাতগুলোতে বিক্রি বেড়েছে মুখরোচক খোলা খাবারেরও। শনিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তোলা ছবি।

খোলা খাবার (5)

খোলা খাবার (1)

 

খোলা খাবার (3)

খোলা খাবার (19)

খোলা খাবার (15)

খোলা খাবার (7)

খোলা খাবার (10)

খোলা খাবার (14)

খোলা খাবার (2)