বাংলাদেশে ‘সাম্প্রদায়িক হামলা’র নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু জনপদে ‘সাম্প্রদায়িক হামলা’র নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলাগুলো সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য থেকে উদ্ভূত, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এবং বন্ধ করা প্রয়োজন। আমরা সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’

দুর্গাপূজার সময় এসব হামলার মধ্যে টুইট বার্তায় মিয়া সেপ্পো অন্তর্ভূক্তিমূলক ও সহনশীল বাংলাদেশকে শক্তিশালী করতে `হাতে হাত রেখে এক হওয়ার জন্য' সবার প্রতি আহ্বান জানান।

এদিকে এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত সারাদেশে ৭১টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এ ছাড়াও ঘটনাগুলোতে জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব অপরাধীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ এই সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।