X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘বাবার কিছু হয়ে গেলে কেউ কি ফিরিয়ে দিতে পারতো?’

ঢাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৪

‘গত ১২এপ্রিল রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাতের আঁধারে বাবার ওপর হামলা চালানো হয়। ১০ দিন ধরে বাবা আইসিইউতে। আজ যদি আমার বাবার কিছু হয়ে যেতো, হাজার প্রতিবাদের বিনিময়েও আমার বাবাকে কেউ কি ফিরিয়ে দিতে পারতো?’

সোমবার (২২ এপ্রিল) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নোয়াখালী সুবর্ণচরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লিটনের বাবা বশির আহমেদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন করেন ঢাকার সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীরা। সেখানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বশির আহমেদে বড় মেয়ে মোর্শেদা আক্তার কাকলী।

তিনি বলেন, ১২ এপ্রিল আমার বাবার ওপর হামলা হয়। আজ আমি এখানে হামলার বিচারের জন্য দাঁড়িয়েছি, যা আমি বা আমার পরিবার কখনও স্বপ্নেও ভাবিনি। আমার বাবা ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। রাজনৈতিক জীবনে যার কোনও লোভ ছিল না, আমার বাবা কখনও সুবিধার রাজনীতি করেননি, আমাদের চার ভাই-বোনের পড়াশোনার জন্যও কখনও রাজনৈতিক সুবিধা নেননি। বাবার ইচ্ছা ছিল আমরা চার ভাই-বোন সর্বোচ্চ ডিগ্রিধারী হই। মা-বাবার অক্লান্ত পরিশ্রমে দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় ভাই ঢাকা কলেজ ও আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করি।’

তিনি আরও বলেন, ‘এই যেসব ছেলে আমার বাবার ওপর হামলা চালিয়েছে, তারাও তো কোনও বাবার সন্তান। তাদের মা-বাবার কাছে ও সুবর্ণচরবাসীর কাছে আমার প্রশ্ন, কেমন সন্তান গড়ছেন আপনারা! সমাজ এতটাই নিচে নেমে গেছে যে সামান্য ক্ষমতার লোভ আর এক-দুই হাজার টাকার লোভ দেখিয়ে একজন ষাটোর্ধ্ব মানুষকে খুনের চেষ্টা করতে বিবেক বাধল না।’

‘এই ১৫-১৬ বছর বয়সী ছেলেদের কারা শেল্টার দিচ্ছে? কারা এদের বিপথে নিয়ে যাচ্ছে?’ এমন প্রশ্ন রেখে কাকলী বলেন, ‘পড়াশোনা করার সোনালি সময়ে কারা এদের অন্ধকারে দাবিত করছে? কেউ বলতে পারবেন আমার বাবা কোনও লোককে মেরেছেন? কোনও বয়স্ক লোককে অসম্মান করেছেন? তাহলে কোন সূত্র ধরে আমার বাবার ওপর নির্মম হামলা চালানো হলো?’

হামলার কারণ জানিয়ে কাকলী বলেন, আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুল আলম সেলিমের সভায় গিয়েছিলেন। বাবাকে কখনও রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাউকে খারাপ কথা বলতে দেখিনি। কিন্তু আজ সেই বাবাকেই প্রতিহিংসার শিকার হতে হয়েছে। আজ যদি আমার বাবার কিছু হয়ে যেতো, হাজার প্রতিবাদের বিনিময়েও আমার বাবাকে কেউ কি ফিরিয়ে দিতে পারতো?’

‘আজ কিছু লোক এটিকে আমাদের পারিবারিক সমস্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের কাছে প্রশ্ন, রিজভি, ফয়সাল ও সাকিবের মতো ১৫-১৬ বছর বয়সী ছেলেদের সঙ্গে আমার বাবার কী ধরনের পারিবারিক শত্রুতা?’ বলেন তিনি।

ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী ও ভুক্তভোগীর সন্তান লিটন বলেন, ‘আমার বাবা যখন রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন, তখন সন্ত্রাসীরা বাবার ওপর অতর্কিত হামলা চালায়। বাবা আট-দশ দিন ধরে আইসিইউতে ভর্তি রয়েছেন। যাদের নেতৃত্বে বাবার ওপর হামলা চালানো হয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। এই হামলার মদদদাতা ও হামলাকারীদের বিচার চাই।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সুবর্ণচরের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ আকরব আলী।

/এনএআর/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে